সৌদি আরবে হজ্ব করতে গিয়ে গত ৫ বছরে ৫০১ বাংলাদেশী হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর হজ্বে গিয়ে শনিবার (২১ জুন) পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এছাড়া ২০১৮ সালে সর্বোচ্চ ১৪২ জনের মৃত্যু হয়। চলমান হজ¦ কার্যক্রমে সৌদি আরবে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ২৮৪ জন। হজ¦ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্যমতে, ২০১৮ সালে হজ¦ করতে সৌদিতে যান ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে মারা যান ১৪২ হাজি। ২০১৯ সালে যান ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এর মধ্যে মৃত্যু হয় ১১৭ জনের। ২০২০-২০২১ সালে মহামারি করোনার কারণে হজ¦ কার্যক্রম বন্ধ ছিল। ২০২২ সালে হজে¦ যান ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয় ২৬ জনের। ২০২৩ সালে হজে¦ যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন। এর মধ্যে ১২১ জন মারা যান। ২০২৪ সালে হজে¦ যান ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়। চলতি বছর হজে¦ যান ৮৭ হাজার ১০০ জন। হজ¦ কার্যক্রম শেষে বর্তমানে হাজিরা দেশে ফেরার মধ্যে রয়েছেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে শেষ হবে ফিরতি হজ¦ ফ্লাইট। শনিবার পর্যন্ত হজ¦ থেকে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন। আর মারা গেছেন ৩৮ জন।

বুলেটিন সূত্র আরও জানিয়েছে, চলতি বছর হজ¦ ক্যাম্পের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে মোট ৬২ হাজার ৬০৩টি। হজ¦যাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৫৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৩২৫ জনকে পরিবহন করেছে। এ পর্যন্ত মোট ১০৯টি ফিরতি হজ¦ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।