সারা মনসুরকে দুবাইতে ৪৫ কোটি টাকার সম্পত্তি কিনে দেননি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এর আগে, ফেসবুকে এক পোস্টে ফ্যাসিষ্ট, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গবর্নরের মেয়েকে নিয়ে অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার একটি ইংরেজি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন গবর্নর। গবর্নর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গবর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার প্রায় ৪০ বছর বয়সে সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট গত সোমবার শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়। ওই পোস্টে বলা হয়, জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গবর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!
তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব্যাংকের গবর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩.৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে, বলা হয় পোস্টে। পোস্টটিতে আহসান এইচ মনসুর অর্থ পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ করা হয়। যদিও এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ কিছুই উল্লেখ করা হয়নি।
গবর্নর জানান, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টের সাথে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নাম সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন, আমার নাম সম্পত্তির দলিলপত্রে তার (সারা মনসুর) বাবা হিসেবে দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন।