অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজের মধ্যে আপরাধবোধ করবেন। গতকাল সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন।
সর্বদলের সঙ্গে মিটিং শেষে প্রেস সচিব শফিকুল আলম সামারি দিয়ে বলেন, প্রফেসর ইউনূস মিটিংয়ে বলেছেন, তিনি চান অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। এটা করতে না পারলে নিজের মধ্যে অপরাধবোধ থাকবে। তিনি বলেন, যেকোন উপায়ে দেশকে রক্ষা করতে হবে। আমরা জাতি হিসেবে দাড়াতে পেরেছি তা অনেকেই মেনে নিতে পারছে না। তার সব জায়গা থেকে ষড়যন্ত্র শুরু করেছে।
আওয়ামী লীগ ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশে-বিদেশে এক ধরণের যুদ্ধ শুরু হয়েছে। তারা চায় আমাদের গোলামি। তবে আমি থাকতে বাংলাদেশের কোন অনিষ্ঠ হতে দিবো না। আমাকে দিয়ে দেশের কোন ক্ষতি হবে এটা নিশ্চিত থাকেন।
প্রসঙ্গত, দুই দিন ধরে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন। প্রধান উপদেষ্টা। গতকাল ও আগের দিন মিলে ২০টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির জরুরি বৈঠক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত।
জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে।
এদিকে বিকেলে আবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দুই দফায় অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নেবেন মোট ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা।