ঢাকায় ও চট্টগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। হোটেল রেডিসনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৭৬ জন প্রার্থী রয়েছেন। নির্বাচিত পরিচালকেরা পরে সভাপতিসহ অন্যান্য পদের নির্বাচন করবেন। বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারাই ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। সেই হিসাবে ভোটারসংখ্যা ১ হাজার ৮৬৫। এর মধ্যে ঢাকায় ভোটার ১ হাজার ৫৬১ জন, চট্টগ্রামে ৩০৩ জন। তবে গত বছর ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন।

এবার অন্তর্বর্তী সরকারের প্রশাসকের অধীনে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, এমন প্রত্যাশা প্রার্থীদের। ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ নামের তিনটি প্যানেলের অধীনে অংশ নিচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে ফোরাম ও সম্মিলিত পরিষদ ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ৯টিসহ ৩৫টি পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঐক্য পরিষদ ছয়জন প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছে।