আবেগে রাষ্ট্র চলে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আমি শুনলাম জুলাই গণঅভ্যত্থানের অভিপ্রায় অনুযায়ী প্রধান উপদেষ্টা এক্সট্রা কনিসটিটিউশনাল অর্ডার করে জাতীয় সনদ জারি করতে পারে। এটা বৈপ্লবিক কথা, ইমোশনাল কথা, রাষ্ট্র কোন ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাব এর উদ্যোগে ‘চব্বিশের বাংলাদেশে তারুণ্যের ভাবনা শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক শাহ মো. শামীম আহমেদ।

সালাহ উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, সরকার প্রধানের আইন জারি করার কোন রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে সরকারের অনুমোদনে কেবিনেটের অনুমোদনে সেটা ইন এফসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সে আইনগুলো পাশ করে থাকেন। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে, গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে। জুলাই সনদকে খুশি হওয়ার জন্য যদি আদেশ বলে থাকেন ঠিক আছে। কিন্তু যদি সত্যিকারভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল ১৫২ যে সংজ্ঞা অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান, তারপরে যে জাতীয় আইন তারপরে হচ্ছে অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ, তারপরে হচ্ছে আদেশ, এরপরে বিধি-বিধান ইত্যাদি।

সালাহ উদ্দিন বলেন, একটি রাজনৈতিক দল বলেছে, এই যে জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে। আচ্ছা রাজনীতিতে মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি। তিনি বলেন, একটা রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতার হোসেন খান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জাতিসংঘের সাবেক চিফ অব স্টাফ রেহান এ আসাদ প্রমূখ বক্তব্য রাখেন।