ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের কমিশনার হিসাবে প্রাথমিকভাবে তিন শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঈদের ছুটির পর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ঘোষিত হবে পূর্ণাঙ্গ কমিশন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এমনটা জানানো হয়। বার্তায় উল্লেখিত নির্বাচন কমিশনার হিসাবে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক হলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
রাজধানী
ডাকসু নির্বাচন কমিশনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত তিন শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের কমিশনার হিসাবে প্রাথমিকভাবে তিন শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঈদের ছুটির পর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ঘোষিত হবে পূর্ণাঙ্গ কমিশন।