১৮ বছর পর ৮৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করল ইসি নির্বাচন ভবন। দীর্ঘ ১৮ বছর পর ৮৫ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

আদালতের রায়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের আগামী ১৯ আগস্ট সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে ([email protected]) যোগদানপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হলো। ওই তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি রায়ের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তারিখের অপসারণ আদেশের তারিখ থেকে পুনর্বহালের তারিখ পর্যন্ত সময়কাল অসাধারণ ছুটিকাল (Extra Ordinary Leave) হিসেবে গণ্য হবে। আদালতের রায় অনুযায়ী তারা সব বকেয়া বেতন, সুবিধাদি ও জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে নিয়োগ পান ওই ৮৫ জন কর্মকর্তা। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাদের চাকরিচ্যুত করা হয়।