সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “দুনিয়াবি সফলতার জন্য আমাদের রাজনীতি নয়; আমরা বাংলাদেশকে একটি কল্যাণময়, ন্যায়ভিত্তিক ও সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সংগ্রাম করে আসছি। এই সংগ্রাম অব্যাহত থাকবে।”

গতকাল মঙ্গলবার দিনব্যাপী সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগে দলীয় শীর্ষ নেতারা যুক্ত হয়ে এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তোলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি আরিফুল ইসলাম আবির, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি ফারুক হোসাইনসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শাহজাহান চৌধুরী বলেন, “দীর্ঘ ১৮ বছর ফ্যাসিস্ট শক্তি আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। ৩৬ জুলাই ছাত্র–জনতার অবিচল আন্দোলনের বিজয়ের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এখন সময় কল্যাণময় রাষ্ট্র নির্মাণের। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই সংগ্রামে আপনাদের যুক্ত হওয়ার আহ্বান জানাই।”

দিনব্যাপী তিনি এওচিয়া ইউনিয়নের ছনখোলা, আদর্শ গ্রাম, হালুয়া ঘোনা, পশ্চিমপাড়া, ১ নম্বর ওয়ার্ড, চুড়ামনি শিকদারপাড়া, হাফেজ চেয়ারম্যানপাড়া, চুড়ামনি আবাসন প্রকল্প, মধ্যম এওচিয়া চৌধুরীপাড়ায় গণসংযোগ করেন। বিভিন্নস্থানে তিনি পথসভায় বক্তব্য দেন এবং আবাসন প্রকল্প এলাকায় বিশাল মহিলা সমাবেশেও বক্তব্য রাখেন।