ভোটের আগে রদবদলের আলোচনার মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। এই দায়িত্বে তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এই রদবদলের আদেশ জারি করে মোহাম্মদ ওসমান সরোয়ারের চাকরি সেনাবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানিয়েছে। সেই সঙ্গে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়ার কথা বলা হয়েছে সেখানে।
রাজধানী
এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার
ভোটের আগে রদবদলের আলোচনার মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেতৃত্বে পরিবর্তন