সাবেক সচিব, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামি চিন্তাবিদ, সমাজচিন্তক ও বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ এর চেয়ারম্যান এ জেড এম শামসুল আলম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুক সোসাইটির আয়োজনে গত ০৪ আগস্ট সোমবার বিকালে কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট কলামিস্ট ও বুদ্ধিজীবি ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান লেখক ও গবেষক মোহাম্মদ আবদুল মান্নান, বুক সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন, পরিচালক প্রফেসর এটিএম ফজলুল হক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিসবাহ উদ্দিন খান, ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী, বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মুহাম্মদ সিরাজ উদ্দিন, বুক সোসাইটির সদস্য এম এম মুসা খান প্রমুখ।
মতিঝিল কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান-এর পরিচলনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মার্কেটিং অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আবু জর গিফারী ইসলামিক কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক নদভী
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জেড এম শামসুল আলম একজন সৎ, দক্ষ ও কর্মঠ প্রশাসক ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বপ্ন ও সাধনা ছিলো মানুষের কল্যাণে নিবেদিত। লেখালেখির মাধ্যমে তিনি মানুষকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করেছেন।