রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মমতাময়ী মা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে ছুটে গেছেন তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বিদায় নিয়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারেক রহমান। তিনি চিকিৎসকদের সাথে মায়ের সবশেষ অবস্থার খবর জানতে চান। এসময় তিনি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল টিমসহ দেশি বিদেশী যেসব চিকিৎসক তার মায়ের সুস্থতায় পাশে ছিলেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে গুলশানের বাসায় যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। সেখানে থাকবেন তিনি। বাড়িটি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

এদিকে তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভারকেয়ারের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নেন। উদ্দেশ্য একটাই, তারেক রহমানকে একনজর দেখতে পারা। হাসপাতালের সামনে আসা নেতাকর্মীদের অনেকে দলের পতাকার রঙের সঙ্গে মিলিয়ে জার্সি পরেছেন। তাদের মাথায় দলীয় লোগো সংবলিত ক্যাপ, কপালে ব্যান্ড। অনেকের হাতে দলের পতাকা, প্ল্যাকার্ড। কেউ কেউ দলের লোগো সংবলিত ব্যাজ পরে এসেছেন।