সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটককালে যে ‘মব জাস্টিসথ ঘটেছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়- জোরালো কণ্ঠে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।’

গত সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, রোববার যাকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের খবর ছড়ানো হয়েছিল, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে উত্তরা থেকে আটক করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে, তবে তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি।

দেশীয় ফল উৎপাদন এবং কৃষিজমির সুরক্ষা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, বিদেশি ফলের ভিড়ে দেশীয় ফল যেন হারিয়ে না যায়, সে বিষয়ে এখনই গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষিজমি দখল ঠেকাতে সরকার কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি গাজীপুরে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে- ডাকাতদের কোনোভাবেই সক্রিয় হতে দেয়া যাবে না।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক, নাফিসা আরেফীন, পুলিশ সুপার, ড. চৌধুরী যাবের সাদেক, ইউএনও কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপদেষ্টা কর্মকর্তাদের নানা দিকনির্দেশনাও প্রদান করেন।