বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ-এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়াম ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন। সভায় আরো বক্তব্য রাখেন পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, পরিচালক হিসাব (চট্টগ্রাম) মোহাম্মদ উল্লাহ, পরিচালক মার্কেটিং (চট্টগ্রাম) মো: ছিদ্দিকুর রহমান, পরিচালক হিসাব (ঢাকা) প্রফেসর এ. টি. এম. ফজলুল হক, পরিচালক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খান, পরিচালক মার্কেটিং (ঢাকা) অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন, পরিচালক লিগ্যাল (চট্টগ্রাম) এ. এম. জিয়া হাবীব আহসান অ্যাডভোকেট ও প্রফেসর ড. শামসুল আলম প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে আমির হোছাইন বলেন, সুদীর্ঘ পথপরিক্রমায় আলোকিত মানুষ গড়ার প্রত্যয় এবং সুস্থ ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ সহায়ক বই প্রকাশ ও বিপণনের মাধ্যমে জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে বইয়ের সান্নিধ্যে আনতে হবে এবং পাঠ্যাভাসে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখতে শেয়ারহোল্ডারসহ সকলকে উদাত্ত আহবান জানান। বার্ষিক সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ও সমবায় সমিতির বিধিমালা অনুসরণ করে সোসাইটির অগ্রগতি ও সম্প্রসারণে মাইলফলক ভূমিকা পালন করে আসছে।
সভায় সোসাইটির ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৭৫% লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। এ ছাড়াও সভায়
২০২৪-২০২৫ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত পরিকল্পনা, একই অর্থবছরের রাজস্ব, মূলধন ও উন্নয়ন বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আয়-ব্যয় হিসাব পেশ ও অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।