বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জাতির প্রধান প্রত্যাশা ছিল সংস্কার, গণহত্যার বিচার ও একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া। অথচ তারা জনগণের আকাক্সক্ষা না বুঝে একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্যশীল হয়ে পড়েছেন। যা ছাত্র-জনতার জুলাই বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য বিনির্মাণে জাতি আপনাদের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

গতকাল মঙ্গলবার শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি যথাক্রমে হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, মো. ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল সহ মহানগরী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র ভোটের রাজনীতি করে না বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে। ক্ষমতা দখল করা জামায়াতে ইসলামী লক্ষ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা দখলের জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো জামায়াত কোন সন্ত্রাসী, চাঁদাবাজ অন্যায়কারীকে লালন-পালন ও প্রশয় দেয় না। জামায়াতে ইসলামী সৎ, যোগ্য ও আদর্শিক মানুষ গঠনের মাধ্যমে মসজিদের ইমাম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের বন্ধু সংগঠনের কেউ কেউ নির্বাচনের আগেই নিজেরা ২৮০ আসন পাবে বলে দাবি করছেন। সংসদে কোন রাজনৈতিক দল কোন অবস্থানে থাকবে সেটি জনগণের ভোটেই নির্ধারিত হবে। তবে যারা ভোটের আগেই নিজেরা ২৮০ আসন পেয়ে এককভাবে সরকার গঠন করবে বলে দাবি করছে, তাদের এমন দাবি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আশঙ্কা তৈরি করছে। জাতি শঙ্কিত, তারা ভোটের দিন নিজেরাই নিজেদের বিজয়ী ঘোষণা করতে পারে। তিনি ক্ষমতার জন্য পাগল না হয়ে রাজনৈতিক দলগুলোকে দেশ গঠনে মনোযোগী হতে উদাত্ত আহ্বান জানান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আতিকুর রহমান বলেন, ভোটের রাজনীতি করার কারণেই এদেশের শ্রমিকেরা বারবার বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। তারা শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে শ্রমিকদের শোষণ করেছে। শোষণমুক্ত সমাজ গঠন করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণে শ্রমিকদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স’ শেষ করে দেশে আসায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ

থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : গত সোমবার বাদ মাগরিব ফতুল্লা থানা জামায়াতের অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর এবং নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তৃতায় আবদুল জব্বার বলেন আজ সারা পৃথিবীতে মানুষ দু' ভাগে বিভক্ত হয়ে আছে। এক দিকে মুসলিম উম্মাহ আর অন্য দিকে মুসলিম বিরোধী গোষ্ঠী।

আমাদেরকে সকল প্রকার হীনমন্যতা ভুলে মুসলিম উম্মাহর জন্য কাজ করতে হবে। আগামী নির্বাচনে সৎ, যোগ্য লোকদের নেতৃত্ব এগিয়ে আনার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আমাদের জনশক্তিদের যোগ্যতা ময়দানে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করা গেলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ মাওলানা আব্দু মজিদ, মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, মাওলানা নুরুল হক, মাওলানা নাসির উদ্দীন গাজী আবুল কাশেম প্রমুখ।