গত ২১ নভেম্বর ভূমিকম্পের পরে আবার গতকাল শনিবার ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান গতকাল দেয়া বিবৃতিতে বলেন, সকল বিপদাপদে দেশবাসীর সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহ বিপদাপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে ২১ ও ২২ যে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা আমাদের জন্য সতর্ক সংকেত। যেকোনো ধরনের বিপদাপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সকল বিপদাপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।

তিনি বলেন, সকল প্রকার দুর্যোগ মোকাবেলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবেলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিতকরণ এবং জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।