গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসপ্রাপ্তির রায়ে শুকরিয়া আদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার গাজীপুর মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, কর্মপরিষদ সদস্য মাওলানা শাখাওয়াত হোসেন ও আবুল কালাম আজাদ।
ইসলামী ছাত্রশিবির মহানগরের সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও জেলা সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত-সহ শিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন, পূবাইল থানা আমীর আশরাফ আলী কাজল, কোনাবাড়ি থানা আমীর ডাঃ কবির হোসেন, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম, সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান ও জালাল উদ্দিন, সেক্রেটারি রবিউল হক, ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামী এবং ডাঃ আমজাদ হোসেন খান।
দোয়া ও মোনাজাতে এটিএম আজহারুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মহানগরীর বিভিন্ন থানা থেকে বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।