লিবিয়া থেকে আরো ১৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছে। গতকাল সোমবার সকালে তারা বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লিবিয়া থেকে আজ সকালে ১৭৩ বাংলাদেশিকে নাগরিক দেশে ফিরেছেন। ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৩ বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় গত রোববার (৩০ নভেম্বর ২০২৫) দেশে প্রত্যাবাসন করা হয়।