জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নিয়েছে সরকার। এই ব্যাচের ৪০ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ২১ জুন সকাল সাড়ে ৯টা থেকে ডিসি নিয়োগের ফিট লিস্ট তৈরির সাক্ষাৎকার শুরু হবে। অনুমতি না নিয়ে সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা ‘বাঞ্ছনীয়’ নয়।
বিসিএস ২৮তম ব্যাচে প্রশাসন ক্যাডারের ১৮৪ জন কর্মকর্তা রয়েছেন। প্রথম ধাপে ১৬৩৩৯-১৬৩৯৭ আইডিধারীদের ফিট লিস্টের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
এর আগে ডিসি পদের ফিট লিস্ট তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশে বলা হতো, সাক্ষাৎকারে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ না চাইলে সাক্ষাৎকারে অংশ নাও নিতে পারেন।
তবে বিগত তিন জাতীয় নির্বাচনে ডিসির দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে যাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে, তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। যাঁদের চাকরি ২৫ বছর পূর্ণ হয়নি, তাঁদের ওএসডি করা হয়েছে।
এরপর ডিসি নিয়োগের ফিট লিস্ট তৈরির সাক্ষাৎকারে অনেকেই অংশ নেননি।