ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে চালু হচ্ছে সরকারি অফিস, আদালত এবং ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। যদিও বেসরকারি অনেক প্রতিষ্ঠান তিন-চার দিন আগে থেকেই চালু হয়েছে।
ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হয় গত ৫ জুন। সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয় ৭ জুন। ১৪ জুন পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সেই হিসেবে আজ ১০ দিন ছুটির শেষ দিন। কয়েকদিন ধরে ফাঁকা ঢাকাকে কাল থেকে দেখা যাবে তার চেনা রূপে।
ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তবে প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার। এই দুই দিন ছিল শনিবার। স্বাভাবিক ভাবে এদিন সব সরকারি অফিস থাকে বন্ধ। তবে দুই শনিবার অফিস করিয়ে ঈদের ছুটি বাড়িয়ে দেয় সরকার।