গাজীপুরে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই তরুণের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে পৃথক আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে কালিয়াকৈর থানায় এই দুটি মামলা রেকর্ড হয়।

নিহতরা হলেন কালিয়াকৈরের আন্দারমানিক গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাফিজুল ইসলাম গাজী (২৫)। মামলার বাদী হয়েছেন নিহত হাফিজুলের বড় ভাই আব্দুল হামিদ গাজী এবং নিহত মামুনের বন্ধু নয়ন মিয়া।

মামলার বিবরণ: মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার এক বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয়। এ সময় গুলিবর্ষণ ও লাঠিপেটায় বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে হাফিজুল ইসলাম গাজী গুলীবিদ্ধ হয়ে পরদিন ৫ আগস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামী করা হয়েছে শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলীসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয়ে আরও ৪০০ জনকে আসামী করা হয়েছে।

একই দিন নিহত হন আন্দারমানিক গ্রামের যুবক আব্দুল্লাহ আল মামুনও। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আহত হলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মানসিক আঘাতে মামুনের মা অসুস্থ হয়ে পড়ায় মামলা করা সম্ভব হয়নি বলে জানায় পরিবার। অবশেষে বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে সোমবার আরেকটি মামলা করেন। ওই মামলায়ও শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের বক্তব্য: গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “দুইটি পৃথক হত্যাকা-ে দুইজন নিহতের ঘটনায় আমরা দুটি মামলা রেকর্ড করেছি। মামলাগুলো তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় এগোনো হবে। এ মামলার ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় বইছে।

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার : শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তার দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের গাজীপুর সদরের জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এসব জমি ও ভবনের দাম দেখানো হয়েছে ১৫ কোটি টাকা। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম জমিসহ বাড়ি জব্দের আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

দুদক অনুসন্ধানে জেনেছে, তারা স্থাবর সম্পদসমূহ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তারিক আহমেদ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। এর আগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ২৪ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দেয় আদালত। এছাড়া গত ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।