আজ রোববার উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ, নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১১৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ মরহুমের বনানীস্থ মাজারে সকাল ১০:৩০ ঘটিকায় পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজন করেছে।

এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার উদ্যোগ গ্রহন করেছ। প্রেসবিজ্ঞপ্তি।