বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১২ সংসদীয় আসনের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্যতম সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা সাইফুল আলম খান মিলন বলেছেন, জামায়াতে ইসলাম তার সবচেয়ে সুন্দর ফুলগুলো হারিয়েছে। নিজামী, মুজাহিদ মন্ত্রী থাকাকালীন দুর্নীতি মুক্ত,ঘুষ মুক্ত মন্ত্রণালয় উপহার দিয়েছেন। জামায়াতে ইসলাম সরকার গঠন করতে পারলে দুর্নীতি ও ঘুষ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিবে। জামায়াতে ইসলামী কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করার জন্য সংগঠনের প্রত্যেকটা কর্মী কে জীবন বাজী রেখে কাজ করার আহ্বান জানান।

থানা সেক্রেটারী ফরিদ আহমেদ রুবেল এর সঞ্চালনায় তেজগাঁও থানা দাক্ষিনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডাঃ ফখরুদ্দিন মানিক।

উক্ত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেজগাঁও দক্ষিণ থানা নায়েবে আমীর এস এম মনির, থানা কর্ম পরিষদ সদস্য ডাক্তার তৌফিক ইসলাম ,আবু সায়েম,মাওলানা আব্দুল হক, আলী আকবর,আব্দুল্লাহ আল হাসান,আব্দুল হালিম, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম, ছাত্রশিবির তেজগাঁও থানা সভাপতি মেহেদী হাসান ও অন্যান্য স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।