সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে শহীদ ওসমান বিন হাদী স্বরণে কথা, কবিতা, গান শীর্ষক অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান।

সংগঠনের সেক্রেটারি আল্লামা ইকবাল'র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ ওসমান বিন হাদির বড় ভাই বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ওমর বিন হাদি, এডভোকেট মো: মুজিবর রহমান, ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর জসিমউদদীন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক নেতা শাহিন হাসনাত, ডাকটিকিট সম্পাদক মুন্সি বোরহান মাহমুদ, ইউনাইটেড নেশনস সিভিল সোসাইটি রিপ্রেজেনটেটিভ আবুল কাশেম শেখ, আরো বক্তব্য রাখেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ সংগঠনের আহ্বায়ক কবি আবিদ আজম, শব্দ বাড়ির প্রতিষ্ঠাতা কবি শাওন আসগর, সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম, নাট্য পরিচালক ও নির্দেশক হুসনে মোবারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈন মুনতাসির প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট নজরুল গবেষক নাসিম আহমেদ, ওসমান হাদিকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাফর পাঠান, কবি নুরুল হক, কবি সুমন রায়হান, কবি কবির ভূঁইয়া, কবি জানে আলম, কবি রেজা করিম, কবি আবু জাফর সালেহী, শাব্বির আহমেদ, কবি তানভীর আহমেদ, কবি মুরাদ দারবিশ, সুমন মিয়া, পুঁথি পাঠ করেন জালাল খান ইউসুফী।

গান পরিবেশন করেন এবিএম নোমান আজাদ, মহানগর শিল্পী গোষ্ঠী, টিম ইকবাল ও ২২ নং জোনের শিল্পীবৃন্দ।