ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.খলিলুর রহমান মাদানী বলেছেন, নারী-শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। ইসলামী মৌলিক শিক্ষার অভাবে মানুষ নৈতিকতা বিবর্জিত হয়ে নারী শিশু নির্যাতনসহ নানামুখী সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আলেম-ওলামা ইমাম খতিবদেরকে পরিকল্পিত উপায়ে বিশেষ উদ্যোগ নিতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “নারী ও শিশু নির্যাতন বন্ধ,যৌতুক ও মানব পাচার রোধে ইমাম ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ইসলামী ফাউন্ডেশন বিভাগীয় মিলনায়তনে গতকাল সোমবার (খুলনা ) অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কুরআনের নির্দেশ অনুযায়ী স্বামী স্ত্রী যদি পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ববান,যত্নবান,সচেতন, সতর্ক ও আন্তরিক হন কিভাবে উভয়েই যদি সন্তানের প্রতি যত্নবান হন তাহলে এ সকল সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। সভায় বক্তাগণ সমন্বিত উপায়ে নারী নির্যাতন শিশু নির্যাতন মানব পাচার রোধে কাজ করার জন্য অঙ্গীকার পুনরুক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রফেসর মাওলানা নম আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ, মুহাদ্দিস মাওলানা আবু বকর সিদ্দিক ও পরিচালক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনারে বিশিষ্ট ইমাম খতিব, আলেম-ওলামাসহ খুলনা বিভাগে ১০ জেলার সুপারভাইজার ফিল্ড অফিসার মসজিদভিত্তিক গণশিক্ষার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।