ইবতেদায়ি মাদরাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ভুখা মিছিলে থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ার গ্যাসের শেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ভুখা মিছিলটি প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে রওনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শতশত ইবতেদায়ী শিক্ষক মিছিল শুরু করেন। এক পর্যায়ের পুলিশি বাধার সম্মুখীন হন শিক্ষকরা। পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এছাড়া শিক্ষকদের ওপর জলকামানও নিক্ষেপ করে পুলিশ। ফলে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা।

পুলিশের দাবি, প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিয়ে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ভুখা মিছিল করছিলেন। কিছুক্ষণ পর মেট্রোরেল স্টেশনের নিচে থেকে সচিবালয়ের দিকে রওনা দেন তারা। এ সময় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। তবে তারা সেটি না মেনে জোর করেই সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। ব্যারিকেড ভাঙার সময় তাদের ওপর জলকামান নিক্ষেপ করা হয়। পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। শিক্ষকরা বলেন, আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং কান-মুখে জলকামান ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। কেমন দেশ যেখানে শিক্ষকদের ওপর হামলা করা হয়। মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান। শাহবাগ থানার প্যাট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ জানান, ইবতেদায়ি শিক্ষকেরা জোর করে সচিবালয়ে যাওয়ার চেষ্টার সময় তাদের ছত্রভঙ্গ করা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর কোনো সমাধান না আসায় বুধবার তারা ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

শিক্ষকদের পাঁচ দফা দাবি হলো-অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন করতে হবে।