ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু-সংক্রান্ত বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এর জেরে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বাড্ডায় যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের দাবি, সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়াই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত।

জানা গেছে, বিক্ষোভকারীরা দুপুর দেড়টার দিকে দাবি আদায়ে রাজধানীর কুড়িল এলাকার প্রধান সড়কে অবস্থান নেন কয়েকশ ব্যবসায়ী। তাদের মধ্যে অনেকে সড়কে বসে পড়েন। ফলে যমুনা ফিউচার পার্ক থেকে বাড্ডা লিংক রোডে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন গুলশান, বারিধারা ও উত্তরার যাত্রীরা। জানা গেছে, দোকানপাট বন্ধ রেখে যমুনা ফিউচার পার্কে থাকা শপিংমলটির ব্যবসায়ী ও কর্মচারীরা যোগ দেন বিক্ষোভে। প্রথম দিকে তারা সড়কের পাশেই অবস্থান নেন। কিন্তু পরে সড়ক দখল করেন বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে উত্তরা–রামপুরা এবং বিমানবন্দরকুড়িল অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ির জট ক্রমশ দীর্ঘ হতে থাকে। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর কার্যকর করার আগে সরকারের উচিত ছিল বাজারের বড় অংশীদারদের সঙ্গে আলোচনা করা।