দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার সামছুল আরেফীনকে দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটিডের (বিপিএল) ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মোবারক হোসাইন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে বারডেমের ইব্রাহীম কার্ডিয়াক সেন্টারে তিনি সেখানে যান এবং সামছুল আরেফীনের শয্যাপাশে অবস্থান করে বিস্তারিত খোঁজ খবর নেন। এসময় স্বাস্থ্যের উন্নতি দেখে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে ধৈর্য্য ধারণ করে চিকিৎসকের দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। এসময় দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার আবুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার সামছুল আরেফীন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পরে। এরপর তাৎক্ষণিক তার হার্টে একটি (স্টেন্ট রিং) স্থাপন করা হয়।