বাংলাদেশ পাবলিকেশান্স লিমিটেড’র ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রব। উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: মোবারক হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমীন, ড. এডভোকেট মো. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নাজনীন আখতার, এডভোকেট এস এম কামাল উদ্দিন, দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, বর্তমান সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, কোম্পানি সচিব মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, নিরীক্ষক শামসুল হুদা এফসিএ কোম্পানির উপদেষ্টা মো. এনামুল হক চৌধুরী এফসিএ প্রমুখ। সভায় ড. রেজাউল করিমকে কোম্পানির নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। সভায় কয়েক শত শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে কয়েকজন মতামত প্রদান করেন এবং পরামর্শ দেন। কেউ কেউ দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সভায় জানানো হয়, ফ্যাসিস্ট হাসিনার আমলে কোম্পানির ভবন দখল করে রাখা হয়। ৫ আগস্টের পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় বিপিএলের সম্পত্তি পরিপূর্ণভাবে পুুনরুদ্ধার হয়। পরিবেশ অনুকূলে থাকায় এই বিপিএল দ্রুতগতিতে এগিয়ে যাবে। বাণিজ্যের প্রাণ কেন্দ্র মতিঝিলে বাণিজ্যিক ভবন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কোম্পানির স্বার্থে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে।