গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

গত মঙ্গলবার শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত ঢাকা-১২ আসনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভাগুলো রহিম মেটাল মসজিদ থেকে শুরু হয়ে রুলিং মিল মোড়, বলাকা মোড়, বাবলী মোড় হয়ে শান্তি নিকেতন বাজার পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে অনুষ্ঠিত হয়। থানা আমীর কলিমুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমীর নূরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা সেক্রেটারি নূর উদ্দিন জাহিদ, শিল্পাঞ্চল থানার কর্মপরিষদ সদস্য নূরে আলম প্রমূখ।

সাইফুল আলম খান মিলন বলেন, পতিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রাণদ-ের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি গণমানুষের আস্থা ফিরে এসেছে। কিন্তু এদের বিচারই শেষ কথা নয় বরং স্বৈরাচারের সকল দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলত শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আগামী দিনে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে এনে দ- কার্যকর করার আহবান জানান। অন্যথায় এ দ-াদেশের কোন মূল্য থাকবে না।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ অতিশয় সংবেদনশীল ও শান্তিপ্রিয়। তারা একটি শান্তির দেশ সর্বোপরি একটি শান্তিময় সমাজ ও মহল্লা চান। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজী মুক্ত পরিবেশে সাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে চান। আল্লাহর রহমতে জনগণের ভালবাসা ও সমর্থনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সুখ-শান্তিময় একটি কুনি পাড়া উপহার দিতে চেষ্টা করব ইনশা আল্লাহ। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশের সকল নাগরিক আইনের সকল সুযোগ ভোগ করবেন। মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না। দেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এজন্য আগামী দিনে আপনাদেরকে সকলের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা খুবই জরুরি। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ময়দানের আপসহীন থাকার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি।