সংঘাত, অনাহার, যুদ্ধ, গণহত্যা এসব দেখেও আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি বলে মন্তব্য করেছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খোন্দকার মোহাম্মদ তালহা। মানবিক মর্যাদা ও নৈতিকতার মূল্যবোধ সমুন্নত রেখে বিশ্ব সম্প্রদায়কে দায়িত্বশীল পদক্ষেপেরও আহ্বান জানান তিনি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় খোন্দকার মোহাম্মদ তালহার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিয়োয়েভ, সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচ এবং স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিসহ অন্য দেশগুলোর প্রতিনিধিরা।
স্বাধীনতা উত্তর ৫৩ বছরের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি সভাপতি হিসেবে ইউনেস্কোর ৪৩তম সম্মেলনে তার প্রথম ভাষণে বিশ্ব সম্প্রদায়কে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানোপ্রযুক্তি এবং স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে আরও সতর্ক থাকারও আহ্বান জানান খোন্দকার তালহা। তিনি বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মৌলিক দৃষ্টিভঙ্গি প্রাসঙ্গিক। কিন্তু ২০২৫ সালের বিশ্ব নতুন এবং জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। শান্তির সংস্কৃতি প্রচারের মাধ্যমে ইউনেস্কোকে একটি পরিবর্তনকারী হিসেবেই দেখেন তিনি।