কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘‘জাতীয় ফল মেলা ২০২৫’’ এ সেরা স্টল বিবেচনায় সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর কাছ থেকে বিএডিসি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন মহাব্যবস্থাপক (উদ্যান) ড. মোঃ ইসবাত। ফল মেলায় বিএডিসি’র স্টলে অর্ধশত দেশি জাতের ফলসহ মোট ৭৬টি জাতের ফল এবং কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয়। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খানসহ বিপুল সংখ্যক দর্শনার্থী বিএডিসি’র স্টল পরিদর্শন করেন।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউট চত্বরে গত ১৯-২১ জুন ২০২৫ তারিখে এ মেলা অনুষ্ঠিত হয়। সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান ফল মেলায় অংশগ্রহণ করে। সারা দেশে ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় একযোগে ফল মেলা অনুষ্ঠিত হয়। এ বছর জাতীয় ফল মেলার প্রতিপাদ্য ছিল: ‘‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’’। প্রেসবিজ্ঞপ্তি।