দেশের অর্থনীতি, কর ব্যবস্থা সংস্কার নিয়ে বিএনপির নেতৃবৃন্দে সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর একটি প্রতিনিধিদল। গতকাল রোববার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জিয়া উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশনের চিফের এডভাইজার ক্রিস পাপাজর্জিড।

নেতারা জানান, বৈঠকে মূল্য সংযোজন করে হরমোনাইজেশন এবং ছাড় হ্রাস বা বিলোপে নতুন টেকনিক্যাল অ্যাসিস্টান্স, করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রিভিনিউ অনুপাত উন্নত করা, ব্যাংকিং খাতের সংস্কার, সামিাজি খাতে ব্যয় বৃদ্ধি প্রভৃতি বিষয়ে বিএনপির নীতি আইএমএফ প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করা হয়েছে। আর্থিক ও সামজিক খাত এবং দেশের কর ব্যবস্থা সংস্কারের বিষয়টাও তুলে ধরা হয়েছে। আইএমএফ প্রতিনিধি দল বিএনপির নীতি ও সংস্কারের অগ্রাধিকার বিষয়গুলোর প্রশংসা করেছেন বলে জানান বিএনপির নেতারা। আনুষ্ঠানিকভাবে বিএনপির ও আইএমএফ প্রতিনিধিদল গণমাধ্যমের সাথে কথা বলেনি।