ঢাকায় বসবাসরত রংপুরের কাউনিয়া উপজেলার নাগরিকদের ঐক্যবদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ঢাকাস্থ কাউনিয়া উপজেলা সোসাইটি। শুক্রবার ইফতার মাহফিল ও সৌহার্দ্য সভার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, যেখানে ঢাকায় অবস্থানরত কাউনিয়ার শতাধিক পেশাজীবি, ব্যবসায়ী ও ছাত্র একত্রিত হয়ে সকলের মতামতের ভিত্তিতে সংগঠনটির পথচলা শুরু করেন।
শুক্রবার (২১ মার্চ ) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ফ্রেপড অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক অ্যাড. বাবর আলীর সভাপতিত্বে অতিথিদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আখতার হোসেন, চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া)-এর রিসার্চ প্রফেসর ও আমসা’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার আনোয়ার হোসেন, কাউনিয়া সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাইন বিল্লাহ ও ইঞ্জিনিয়ার রওশন আলী।
সংগঠনের সদস্য সচিব রাকিবুল মিলন (রাকিব) এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সাজু, শরাফত সরকার জন, পুলিশ সার্জেন্ট রাশেদ বিন রুশো, অ্যাডভোকেট আতিক, সাবেক ছাত্রনেতা মমিন মিল্লাত, কাউনিয়া সোসাইটির প্রচার ও মিডিয়া সম্পাদক শহীদার রহমান (শহীদ), সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান আকন্দ, ব্যবসায়ী জামাল উদ্দিন প্রধান, আল-আমিন, আমির হামজা, দুলাল মিয়া মিন্টু, মোতাহের হোসেন, ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ, তিস্তা পাড়ের ঢাবিয়ান সভাপতি আসাদ, রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সেক্রেটারি আমিনুল।

বক্তব্যে বক্তারা এ রকম উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি হবে ঢাকায় বসবাসরত কাউনিয়া বাসীদের জন্য একটি ঐক্যের ও ভ্রাতৃত্বের প্ল্যাটফর্ম, যা কাউনিয়ার স্বার্থ রক্ষা ও উন্নয়নে কাজ করবে। অচিরেই ঈদ পুনর্মিলনী বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানান।