রাজধানীর গুলশান এলাকায় প্রশাসনের কঠোরতায় বন্ধ হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। গুলশানের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও দেখা যায়নি সড়ক দাপিয়ে বেড়ানো অনুমোদনহীন এসব রিকশার। ফলে সেই এলাকার সড়কগুলোতে পায়ে চালিত রিকশাচালকদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে এটা অব্যাহত রাখতে হবে। ট্রাফিক পুলিশের পাশাপাশি যারা রিকশায় চড়বেন, তাদেরকেও বিষয়টি মাথায় রাখতে হবে। গতকাল শনিবার বিকেলে গুলশান-১, গুলশান-২ ও বারিধারার কোনো সড়কে ব্যাটারিচালিত রিকশার দেখা যায়নি। খোঁজ খবর নিয়ে জানা যায়, গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রাস্তার বিভিন্ন পয়েন্টে ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। পায়ে চালিত রিকশা চলাচল করলেও ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ। গুলশান-১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও একটি ব্যাটারিচালিত রিকশার দেখাও মেলেনি বলে স্থানীয়রা জানান। ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।
এর আগে, শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। এতে গুলশানে সড়ক দুর্ঘটনাও বাড়তে থাকে।