মো. খায়রুল আনাম, বি-১০, এফ-৩, আল হেলাল জোন, এজিবি কলোনি, মতিঝিল ঢাকার বাসিন্দা। তিনি তার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন। তার মেয়ে কোলন ক্যান্সারে আক্রান্ত।

ক্যান্সার কোলন থেকে লিভারে ছড়িয়েছে। এখন ক্যান্সারের চতুর্থ পর্যায় চলছে। গত ৮ মাসযাবত তিনি দেশে ও বিদেশে মেয়ের চিকিৎসা করিয়েছেন। বর্তমানে স্কয়ার হাসপাতালে ১২২৯নং কেবিনে ভর্তি আছে। চিকিৎসার অগ্রগতি আশানুরূপ নয়। চিকিৎসকের মতে, তার দীর্ঘ সময় চিকিৎসা করা প্রয়োজন। ইতোমধ্যে তিনি এক কোটি টাকার ঊর্ধ্বে মেয়ের চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছেন। বর্তমানে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তিনি তার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন।

তার ব্যাংক একাউন্টের বিবরণ : Md. Khairul Anam, SB/AC/no : 0017-0316000646, Routing No-240271936, Trust Bank Limited, Dilkusha Corporate Branch. Dhaka. Bkash AC/NO : 01715494845.