বিসিএসের জট নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি বছরের মধ্যে ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ৪৯তম বিসিএসের আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ১৯ জুন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে ২৪ জুলাই এবং ফলাফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

আরও বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং ফলাফল প্রকাশ হবে ২৮ সেপ্টেম্বর। এছাড়া এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ হবে ২১ জুলাই। এই বিসিএসের চূড়ান্তু ফলাফল প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর। এছাড়া ৪৯তম বিসিএসের আবেদন শুরু হবে ১ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।