রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চোধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতির শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক শোক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ২১ জুলাই সোমবার বেলা সোয়া ১টার দিকে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ ৩১ শিক্ষক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুইশর ও অধিক মারাত্মকভাবে আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, শোকাভিভূত। তারা সরকারের প্রতি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন-আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত সকলের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। দুর্ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।