হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘হজ্ব ও ওমরাহ ফেয়ার ২০২৫ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হজ্ব ও ওমরাহ ফেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে সভাপতিত্ব করবেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, হজ্ব ও ওমরাহ মেলায় কয়েকটি ব্যাংকসহ ১৫৪টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক তথ্য এবং অসাধু ব্যক্তি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব থেকে মুক্ত সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। হজ সংক্রান্ত যাবতীয় তথ্য, হজ ও ওমরাহর বিধিবিধান, এবং সরকারি-বেসরকারি উদ্যোগ সম্পর্কে হজগমনেচ্ছুদের অবহিত করাই এই হজ ও ওমরাহ ফেয়ারের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজ্ব ও ওমরাহ ফেয়ারে আগত দর্শনার্থীরা বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ ও প্রদত্ত সুবিধাদি যাচাই করে মধ্যস্বত্বভোগীর প্রভাব ছাড়াই সরাসরি বুকিং বা চুক্তি করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কেও হজগমনেচ্ছুকগণ তথ্য পাবেন।