তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে দলটির নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমরা সবসময় একমত আছি। ১৯৮২ সালে অরিজিনালি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তাব ছিল এটি। তৎকালীন জামায়াতের আমীর আব্বাস আলী খান সাহেব সাংবাদিক সম্মেলন করে এ প্রস্তাব দেন। এটা উপস্থাপন করেছিলেন আমাদের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম মহোদয়। আজকে সকলেই আমরা এ বিষয়ে একমত হয়েছি।
তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা নিয়োগ করার ক্ষেত্রে আমরা সকলে দ্বিমত পোষণ করেছি জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি- প্রেসিডেন্টকে জড়ালে আমাদের আগের একটি অভিজ্ঞতা আছে। সে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি না। জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে দাবি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমন জাতীয় কোনো নির্বাচন, নির্বাচন হয় না। তেমনি দলীয় সরকারের অধীনে একইভাবে কোনো স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন হয় না। দুটোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, এটা আমাদের দাবি।
‘পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে অনেক দল, এটি বাংলাদেশের জন্য উপযোগী কিনা, বিবেচনা করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরেকটি কথা বলেছেন, ‘এটি অস্থিতিশীল সমাজ ও সরকার তৈরি করতে পারে’ এ বিষয়ে আপনার মতামত কী? এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, আমরা মনে করছি, উনি (তারেক রহমান) যে বক্তব্য রেখেছেন, সেটি উনার মত। আমরা মনে করি, এটাই সবচেয়ে বেশি উপযোগী। সবচেয়ে বেশি প্রতিনিধিত্বপূর্ণ হবে এবং ফ্যাসিস্ট শক্তি কমে যাবে।