জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট (১৭তম দিন) থেকে গতকাল বুধবার বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ভুখা মিছিল আয়োজন করা হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। আন্দোলনে অবস্থান ধর্মঘটের দাবির সাথে সংহতি ও সমর্থন জানাতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীমসহ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ।
আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১,০৮৯ টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ, স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
তিনি বলেন, ১০৮৯টি প্রপ্রতিষ্ঠানের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে। যা প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত ৩ (তিন) মাস যাবত তা স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা হতাশ। বাকী অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি।
অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, ইবতেদায়ি মাদরাসর শিক্ষকরা কোমলমতি শিশুদের কুরআন ও হাদিসের শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। শিক্ষকরা হচ্ছেন নবী-রাসূলের উত্তরসূরী। অথচ সেই শিক্ষকরা আজ নানাভাবে ক্ষতিগ্রস্ত। আজ তারা মানবেতর জীবন যাপন করছে। অর্থনৈতিক কষ্টসহ নানাভাবে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। তাদের অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। আমরা আজকে এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের সকল যৌক্তিক দাবিসমূহ মেনে নিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ড. মাওলানা আব্দুস সবুর মাতাব্বুর, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা শাহজাহান মাদানী প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।