ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ বৃহস্পতিবার প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করলেও তফশিল বা ভোটের কোনো তারিখ রাখেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট তা প্রায় চূড়ান্ত করেছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।

গতকাল বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোডম্যাপ কবে ঘোষণা করবেন- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।’

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, নির্বাচনি রোডম্যাপ কমিশন অনুমোদন দিয়েছে। আজ কিংবা আগামীকালের মধ্যে তা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তা জানান, ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ করার লক্ষ্য যাবতীয় কার্যক্রম শেষ করতে একটি সময়সীমা এখানে নির্ধারণ করা হয়েছে। তবে এখানে তফসিল বা ভোটের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, ‘কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে।’

ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে কমিশন। ভোটার হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়সহ ২৪ ধরণের বিষয় রোডম্যাপে স্থান পাবে।

এছাড়া এসব কাজ কবে শেষ হবে না হবে, সেগুলোর একটি নির্ধারিত তারিখও রোডম্যাপে থাকবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন ভোটার হবে তা জানা যাবে আগামী ৩০ নভেম্বর। এ সময় তৃতীয় ধাপে সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে ইসি। এর আগে পহেলা নভেম্বর চূড়ান্ত সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও একটি সম্পূরক ভোটার তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হবে। এর ফলে ওই সময়ই চূড়ান্তভাবে জানা যাবে কতজন ভোটার নির্বাচনে অংশ নেবেন। আর পহেলা নভেম্বর চূড়ান্ত সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

গত ১০ আগস্ট, আগে ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

তিনি বলেন, এ বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবং ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের একটি তালিকাও প্রকাশ করা হবে।

জানাগেছে, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের তালিকা প্রকাশ করা হতে পারে ১ নভেম্বর। আর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে ৩০ নভেম্বর।