আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সকল মহানগরী ও জেলা শাখাকে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।