ইবনে সিনা ট্রাস্ট এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এসোসিয়েশনের সকল মেম্বার, স্টাফ ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফয়েজ উল্ল্যাহ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রেসিডেন্ট (জেলা ও দায়রা জজ) মো: আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাজহারুল ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেম্বার মাসুম মিয়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেম্বার অনন্যা রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেম্বার আসমা জাহান এবং ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, ইবনে সিনা ডি. ল্যাব ধানমন্ডি এজিএম এন্ড এডমিন ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, করপোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, অফিসার করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট মহিউদ্দিন রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।