ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার- ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে। গত বৃহস্পতিবার নগরভবনে ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম বিষয়ক বিভাগীয় পর্যালচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।
সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার-ফেস্টুন, পোস্টার অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়। এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা গত এক মাসে শুধু প্রধান সড়ক, রাজপথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে এ বিপুল সংখ্যক ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছি। বিভিন্ন অলিগলিতে ব্যানার ফেস্টুনের পরিমাণ আরো বেশি। ডিএনসিসি প্রশাসক আরো বলেন, অপসারণ করা ব্যানার ফেস্টুনের ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বানিজ্যিক প্রতিষ্ঠানের এবং ১৭ শতাংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের । ডিএনসিসি প্রশাসক দূষণকারীদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের অংশীদার হিসেবে আমরা আশা করি কেউ আর এভাবে শহর নোংরা করবেন না। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। নগরবাসীর কেউই এমন ভিজ্যুয়াল দূষণকে ভালোভাবে নিচ্ছেন না।
একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক ঢাকা গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন , আপনারা এ ধরনের অবৈধ প্রচারণা থেকে বিরত থাকবেন এবং আপনাদের অনুসারী বা সংশ্লিষ্টদেরও নসিহত করবেন।
প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল-৩ এ সর্বাধিক ৬৫ হাজার ১৫০ টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এছাড়া অঞ্চল-৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার, অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।
ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। নগর পরিচ্ছন্নতার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।