ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে কে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি ইমাউল হক। নিহত ব্যক্তির নাম নাঈম কিবরিয়া (৩৫)।
প্রাথমিক পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি ইমাউল হক বলেন, নাঈম প্রাইভেট কার চালিয়ে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এরপরই মোটরসাইকেল আরোহীদের সাথে বাগ্বিতণ্ডা হয় নাঈমের। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে মোটরসাইকেল আরোহীরা চলে যান। তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ওসি ইমাউল বলেন, মোটরসাইকেল অরোহীদের চিহ্নিত করা যায়নি। সিসি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে ওসি ইমাউল বলেন, রাতেই আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করি। পরে আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।
স্বজন ও পুলিশের তথ্যমতে, নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।
নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, নাঈম মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। রফিকুল বলেন, নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।