শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী শাহবাগে জড়ো হন। এ সময় শাহবাগ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা ‘তুমি কে আমি কেÑ হাদী, হাদী’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লীÑ ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদী হব, গুলীর মুখে কথা কবো’, ‘এক হাদী লোকান্তরে, লক্ষ হাদী ঘরে ঘরে’Ñ এমন সব স্লোগান দিয়ে হাদী হত্যার বিচার দাবি করেন। মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ এলাকা), পল্লবী ও মিরপুর-১০ গোলচত্বর হয়ে উত্তরার বিএনএস সেন্টারে গিয়ে শেষ হয়।
সংগঠনের নেতারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ঘটনা। এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এখনো পর্যন্ত হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নেতারা আরও জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন পর্যন্ত হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শরিফ ওসমান হাদীকে হত্যার পর দীর্ঘ সময় পার হলেও মূল খুনিদের গ্রেফতার করতে না পারা প্রশাসনের চরম ব্যর্থতা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে এবং প্রকৃত খুনিরা আইনের আওতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদী হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় আজকের এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে।