দাবি আদায়ের নামে রাজধানীতে গতকাল সোমবার কয়েকটি স্থানে বিক্ষোভ করা হয়েছে। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট আকারে প্রজ্ঞাপন জারির দাবিতে খামারবাড়িতে আন্দোলন করেছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মূল ফটক বন্ধ করে দেয়। এদিকে বনানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা, বিক্ষোভ-হামলার ঘটনা ঘটে। এছাড়া বনানীতে রিকশাচালকদের আন্দোলনে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। পরিস্তিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনের কারণে খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে প্রবেশ করতে পারেননি। স্থবির হয়ে পড়ে কৃষির প্রধান এই প্রাণকেন্দ্র। পরে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে এসে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নেন। এতে ডিপ্লোমা শিক্ষার্থীরা খামারবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া খামারবাড়িতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবস্থান তুলে নেয় ডিপ্লোমা শিক্ষার্থীরা। খামারবাড়িতে দফায় দফায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী খামারবাড়ির প্রধান সড়কে এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরে অবস্থান নেন।

জানা গেছে, এগ্রি ব্লকেড কর্মসূচির নামে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছে। সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে ডিএই’র অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ অবস্থার পর দুপুর দেড়টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খামারবাড়ির সামনে জড়ো হন। এ সময় ডিপ্লোমা শিক্ষার্থী ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। ডিপ্লোমা শিক্ষার্থীরা খামারবাড়ির ভেতরে স্লোগান দেন আর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খামারবাড়ির গেটের বাইরে স্লোগান দেয়। পরে এক পর্যায়ে ডিপ্লোমা শিক্ষার্থীরা অবস্থান ত্যাগ করেন। এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এগ্রি ব্লকেড কর্মসূচির প্রত্যাহার করে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকে তারা খামারবাড়ি ছেড়ে চলে যান। দুপুর ১টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষার্থীরা বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি তুলে ধরেন। তাদের ৮ দফা দাবি নিয়ে কৃষি মন্ত্রণালয়ে আলোচনা করে ডিএই কর্তৃপক্ষ। এরপর কৃষি মন্ত্রণালয় শিক্ষার্থীদের নিয়ে বিকেলে বৈঠক করবে বলে আশ্বস্ত করেন। এরপর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে খামারবাড়ির অবরোধ তুলে নেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। তারপরও কারও ইন্ধনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আলোচনায় বসার কথা জানালেও তারা (শিক্ষার্থীরা) রাজি না। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে খামারবাড়ির সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেন।

বনানীতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ-হামলা: রাজধানীর বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও পুলিশের একটি বক্সে হামলা চালানো হয়েছে। ট্রাফিক পুলিশের গুলশান অঞ্চলের এক কর্মকর্তা এই তথ্য জানান। সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ধারণ করায় কয়েকজন পথচারীকে মারধর করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। পুলিশ বলছে, তারা বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা দেয়। এ সময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের একটি বক্সে হামলা চালান তারা। কয়েকজন পথচারীও মারধরের শিকার হন। ট্রাফিক পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আবু সায়েম বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের পরে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার ভিডিও ধারণ করার সময় এক গণমাধ্যমকর্মীকে মারধর করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। নাম প্রকাশ না করা শর্তে এই গণমাধ্যমকর্মী প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা পুলিশের একটি বক্সে হামলা করেন। তিনি ভিডিও করতে যান। তখন চালকেরা তার ওপর হামলা করেন। তার গায়ের গেঞ্জি ছিঁড়ে ফেলেন।

নার্সিং কোর্সকে স্নাতক মর্যাদায় সমমানের দাবি: এদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাশ যোগ্যতা নিয়ে ভর্তি হওয়ার পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটি সনদের মান স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্স সনদের সমমান করার দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। দাবি জানিয়ে গত ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। নার্সিং শিক্ষার উন্নয়ন এর মাধ্যমেই জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব।

নার্সিংয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, আমরা এইচএসসি পাস করে তিন বছর পড়াশোনা করে আবার ৬ মাসের ইন্টার্নশিপ করি, এরপরেও আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এইচএসসি সমমান, এই বৈষম্য দূর হওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবে।