রাজধানীর মুগদা মান্ডার একটি বাসা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত পুলিশ কর্মকর্তার নাম কামরুল হাসান। তিনি সহকারী উপ-পরিদর্শক হিসেবে রাঙ্গামাটি এপিবিএনের কর্মরত ছিলেন। শুক্রবার মুগদা থানা পুলিশ লাশটি উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় ছিলেন। কিছুদিন হয় বদলি হয়ে রাঙ্গামাটি চলে যান। তবে তার পরিবার মুগদার মান্ডার ওই বাসায় থাকতেন। তিনি জানান, দুই মেয়ে এবং স্ত্রী কয়েকদিন আগে গ্রামের বাড়িতে চলে যান। তবে ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন এবং একাই বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কামরুলের বড় ভাই জসিম উদ্দিন মাস্টার জানান, কামরুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং দুই মেয়ে কিছুদিন আগে কুমিল্লার মুরাদনগরে গ্রামের বাড়িতে যান। কামরুল এবিপিএনের ব্যাডমিন্টন খেলোয়াড়। টুর্নামেন্টের কারণে ডিসেম্বরে ১৭ তারিখে তিনি রাঙ্গামাটি থেকে ঢাকায় এসে মুগদার ওই বাসায় ছিলেন। শুক্রবার দুপুরে মুগদার ওই বাসার প্রতিবেশীদের মাধ্যমে তারা খবর পান, বাসায় গলায় ফাঁস দিয়েছেন কামরুল। পরবর্তী তারা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।

ডেভিল হান্টে ৫ থানায় গ্রেফতার ৯৮: দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট, ফেজ ২-এর আওতায় রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার শেরেবাংলা নগর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করেছে।