দেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।
এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গতকাল সকালে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে যে তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়াতে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় এর ব্যাপক প্রভাব পড়েছে। এতে করে ঢাকা সহ সারাদেশে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বিল্ডিং সামান্য হেলে পড়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। গত এক দশকে এখানে বারবার ভূমিকম্প হলেও ভবিষ্যৎ বড় ঝুঁকি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।
তারা বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল সতর্কবার্তা এবং মানুষের পাপ ও অন্যায়ের ফলস্বরূপ ঘটে। এটি মানুষকে তাদের কৃতকর্ম শুধরে নিতে এবং আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানায়। পাশাপাশি ঘন ঘন ভূমিকম্পকে হাদীসে কিয়ামতের একটি পূর্বাভাসও হিসেবে বিবেচনা করা হয়। আমাদেরকে ভবিষ্যতে বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে বিল্ডিং কোড মেনে চলা, যথাযথ সচেতনতা ও প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ গতকাল শুক্রবার এক বিবৃতিতে ভূমিকম্পে নিহতের রুহের মাগফিরাত কামনা ও আহতের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছেন। অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যা মহান আল্লাহর সিদ্ধান্তে সংঘটিত হয়। মানুষ হিসেবে আমাদের ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার। কিন্তু বাংলাদেশের প্রস্তুতির বিবরণ আশংকাজনক। বিশেষ করে ঢাকা নগরের পরিকল্পনার ঘাটতি , বিল্ডিংকোড অনুসরণ না করা, পর্যাপ্ত রাস্তা ও খোলা জায়গা না রাখাসহ সামগ্রিকভাবে ঢাকাকে মরণফাঁদে পরিণত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত অনুসারে ঢাকায় বড়মাপের ভূমিকম্প হলে পুরো শহর ধ্বংসও হয়ে যেতে পারে। দেশের রাজধানী নিয়ে এমন খামখেয়ালিপূর্ণ আচরণ সার্বিকভাবে হতাশার। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার দ্রুততার সাথে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।