অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণ সংক্রান্ত ফাইল অনুমোদন করে শিক্ষা ক্ষেত্রে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে গত সোমবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী এবং জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এক যৌথ বিবৃতি প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমপিওভুক্তির দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়নি। বিশেষ করে প্রধান উপদেষ্টার নিকট প্রেরিত ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির গেজেট অবিলম্বে প্রকাশ করা এবং এমপিওভুক্তির ধারাবাহিকতা বজায় রাখা সময়ের দাবি।
বিবৃতিতে আরও বলা হয়, একই নিয়মে পরিচালিত হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না। অথচ দেখা যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফিডিং বরাদ্দ থাকলেও ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। একইভাবে গত অর্থ বছরের উপবৃত্তির টাকাও বিতরণ করা হয়নি, যা গভীর বৈষম্যের উদাহরণ।
নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ দীর্ঘদিন পরিশ্রম করে প্রস্তাবনা তৈরি করলেও এখনও এমপিও সংক্রান্ত ফাইল অনুমোদন করা হয়নি। এটি আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত বিলম্ব ছাড়া আর কিছু নয়।
তারা দৃঢ়ভাবে উল্লেখ করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার যৌক্তিক দাবি অগ্রাহ্য করা হলে শিক্ষক সমাজ নীরব থাকবে না। এমপিও গেজেট প্রকাশসহ সব ধরনের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে শান্তিপূর্ণ আন্দোলনের সাথে ফেডারেশন ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত হবে। তাই প্রধান উপদেষ্টার কাছে আহ্বান থাকবে অবিলম্বে আপনার কার্যালয়ে প্রেরিত ১০৯০ টি ইবতেদায়ী মাদরাসা এমপিও সংক্রান্ত ফাইলে অনুমোদন করে শিক্ষা ক্ষেত্রে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখুন। প্রেস বিজ্ঞপ্তি।